মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
আগামী ১৫ই মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৪৫৭০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এ উপলক্ষে একটি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) সকাল ১০টায় নীলফামারী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা অনুষ্ঠিত হয়।
এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও ভিটামিন ‘এ’র অভাবজনিত ক্ষতিকর প্রভাব বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বাড়ি বলেন, আগামী ১৫ই মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র এবং ২৪০টি সাব-ব্লকে ৬-১২ মাস বয়সী ৪ হাজার ৯০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪০ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান আরিফ বসুনিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আল আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।