১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সেহরি বিতরণ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এই সেহরির খাবার বিতরণ করেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

শফিকুল ইসলাম বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাওয়া মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র রমজান মাসেও সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।”

বাকৃবি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি  আঃ আজিজ খলিফার বিরুদ্ধে এলাকার  প্রভাবশালী মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

নান্দাইলে জামায়াতের সমর্থিত প্রার্থী – এড. আনোয়ারুল ইসলাম চাঁন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি: ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসাবে এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে পাকিস্তানপন্থা বলে কিছু নেই : হেফাজতে ইসলাম বাংলাদেশ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই— এমন মন্তব্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ এক বিবৃতিতে বলেন,

ডোমার উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা আব্দুল হাকিম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল হাকীম। তিনি নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি

Scroll to Top