৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন

মোঃ সাজেল রানাঃ

কক্সবাজার, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার): জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস শুক্রবার কক্সবাজারের উখিয়া পরিদর্শন করেন, যেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। তিনি তার সফর শুরু করেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে একটি শিক্ষা কেন্দ্রে কথা বলে, যেখানে তিনি শিক্ষা এবং বিপদের মুখে তাদের সহিষ্ণুতা ও সংগ্রামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এরপর তিনি ক্যাম্প ১৮ পরিদর্শন করেন, যেখানে তিনি রোহিঙ্গা মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান জীবনযাত্রা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও উদ্বেগ শুনেন।

ক্যাম্প ১৮ পরিদর্শনকালে তিনি রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্রেও যান, যেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও তাদের সহিষ্ণুতা তুলে ধরেন, যদিও তারা অনেক কষ্টে রয়েছে। সাংস্কৃতিক কেন্দ্রটি রোহিঙ্গাদের তাদের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণ এবং ভাগ করে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করছে।দিন শেষে মহাসচিব গুতেরেস ক্যাম্প ১৮-এ মিডিয়ার সঙ্গে কথা বলেন, তার সফরের অন্তর্দৃষ্টি শেয়ার করেন এবং জাতিসংঘের রোহিঙ্গা জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার গুরুত্ব জোর দেন এবং বাংলাদেশে শরণার্থীদের উন্নত জীবনযাত্রার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তার এই সফর চলমান মানবিক সঙ্কটের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজন মেটাতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল

জিআই তালিকায় টাঙ্গাইলের আরেক গর্ব — ‘জামুর্কীর সন্দেশ’

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মিষ্টি নিয়ে কথা উঠলে সবার আগে আসে ‘চমচম’-এর নাম। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরেক ঐতিহ্যবাহী স্বাদ—মির্জাপুরের জামুর্কীর সন্দেশ।

বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা

Scroll to Top