৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী তিন সন্তানের জননীকে (৪০) ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্তরা। সোমবার (১৭ মার্চ) বিকালে ভুক্তভোগী ওই নারী নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ-এর কাছে ঘটনার বর্ণনা দেন বলে জানান, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ। পরে ওই নারী থানায় গেলেও তাৎক্ষনিক থানায় লিখিত অভিযোগ করেননি।

এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।ধর্ষণে সহযোগীতাকারীরা ধর্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করাসহ এবং ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।

ওই নারী পুলিশকে জানায়,রোববার রাতে তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ওই নারীর বাড়িতে ঢুকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। রাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত রাকিব একজন মাদক কারবারী ও সেবনকারী। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার বিকালে ভুক্তভোগী নিজেই নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ-এর কাছে ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি ওই নারী। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হেফাজতের সমাবেশ থেকে আওয়ামী নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং ১২ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল

জিআই তালিকায় টাঙ্গাইলের আরেক গর্ব — ‘জামুর্কীর সন্দেশ’

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মিষ্টি নিয়ে কথা উঠলে সবার আগে আসে ‘চমচম’-এর নাম। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরেক ঐতিহ্যবাহী স্বাদ—মির্জাপুরের জামুর্কীর সন্দেশ।

বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, ‘গণহত্যার’ অভিযোগে বিচারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার

Scroll to Top