২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকার মোঃ মসলেম সরদারের ছেলে মোঃ আকাশ সরদার (১৯), বড় চর বেনী নগরের ইউনুচ সরদারের ছেলে মোঃ মিনহাজুল সরদার (২০) ও চর নারায়নপুরের মোঃ আজাহার মাস্টারের ছেলে মোঃ আতাহার (২৬)।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক মৌসুমীর বাড়ির সামনে গলির রাস্তা থেকে মোঃ আকাশ সরদার, মোঃ মিনহাজুল সরদার ও মোঃ আতাহারকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top