২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভাইকে হত্যা চেষ্টা মামলায় ১ জন গ্রেপ্তার

মোঃ নাঈম ইসলাম , গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোর গুরুদাসপুরের আনন্দনগড়রে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভাইকে হত্যা চেষ্টা মামলায় ০১ নং আসামী মোঃ সিদ্দিক প্রাং (৭০) কে গতকাল রাত ৮ টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মোঃ নুর ইসলাম (৪৫) এর স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুন থানায় বাদী হয়ে মামলা করেন।  আজ (১৯ মার্চ) বুধবার সকাল ১০ ঘটিকায় তাকে নাটোর কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ভুক্তভোগী মোঃ নুর ইসলাম (৪৫) আনন্দনগর টেকনিক্যাল স্কুল মোড় এলাকায় ব্যবসা করেন। গত (১৬ মার্চ) রবিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর কবরস্থানের পেছনের হেয়ারিং রাস্তার ওপর একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুন বলেন, পূর্ব শত্রুতার জেরে তার আপন বড় ভাই সিদ্দিক প্রাং সহ এন্দা প্রাং, অসিম ফকির, রাহেলা বেগম ও আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো হাসুয়া, ছোড়া, লোহার পাইপ ও কাঠের বাটাম নিয়ে সংঘবদ্ধ হয়ে তারা নুর ইসলামের পথরোধ করে।
হামলাকারীদের মধ্যে এন্দা প্রাং সিদ্দিক প্রাং এর হুকুমে ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামের মাথায় কোপ মারতে গেলে তিনি আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান বাহুতে গুরুতর কাটা জখম হয়। এরপর সিদ্দিক প্রাং ও রাহেলা বেগম কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে নুর ইসলামের হাত-পা চেপে ধরে তার গলায় ছোড়া চালানোর চেষ্টা করা হয়, এতে তার গলা ও বাম বাহুতে কাটা জখম হয়।
এসময় দুর্বৃত্তরা নুর ইসলামের কোমরে থাকা ব্যবসার নগদ ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত নুর ইসলামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, উনার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিত তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top