১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুবিধাবঞ্চিতদের মাঝে রাজশাহী কলেজ ছাত্রদলের সেহেরি বিতরণ

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি:

পবিত্র মাহে-রমজান উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সেহেরি বিতরণ করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।

আজ শুক্রবার (২১মার্চ) মধ্যরাতে রাজশাহী কলেজ শাখার ছাত্রনেতা রুহুল আমিনের উদ্যোগে এই সেহেরি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাজশাহী নগরীর রেলস্টেশন, রেলগেট, নগরভবন, বর্ণালি মোড়, রাজশাহী কলেজের বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় শতাধিক মানুষের মাঝে সেহেরি প্রদান করা হয়।

সেহেরি বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), সদস্য সচিব আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবু মুসা, সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, আতিকুর রহমান, সোহেল রানা, মোহাম্মদ উজ্জল মিয়া, সৌরভ প্রামানিক, সালমান ফারহান, মোঃ সোয়াএব, আশিকুর রহমানসহ অন্য নেতাকর্মীরা

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ছাত্রদল সব সময় ইতিবাচক, জনবান্ধন কাজের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌছতে চায়। সেই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সহায়তায় তৎপর রয়েছে। আমরা এর আগেও ইফতার বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে ইফতার কর্মসূচি করেছি।

তিনি আরো বলেন, এসব জনকল্যাণ-মূলক কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই। আমরা ভবিষ্যতে আমাদের জনকল্যাণ-মূলক কাজের মাধ্যমেই সমাজে নিজেদের এগিয়ে রাখব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top