১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নান্দাইলে শহীদ পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর নগদ অর্থ বিতরণ

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পাচঁ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শহীদ পরিবারে মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। শুক্রবার (২১ মার্চ) নান্দাইল উপজেলার হেমগঞ্জ ঝালুয়া বাজার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত উপজেলার ৫জন শহিদ পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বেও সংগঠনটি শহীদ পরিবারের সদস্যদের খোজঁখবর সহ খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছিলেন। নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক মাও. নুরুল আমীনের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম প্রমুখ।

নগদ অর্থ বিতরণকালে নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিন বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্ত ও প্রাণের বিনিময়েই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশ রক্ষা পেয়েছে, রক্ষা পেয়েছে বাংলাদেশের জনসাধারন। কিন্তু এখনও একটি রাজনৈতিক ডিলারশীপ ও ফ্যাসিস্ট এর দোসররা আওয়ামীলীগকে আবারো বাংলাদেশে আনার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শহীদদের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদদের অনুপ্রেরণা নিয়েই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, ইনশাল্লাহ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান ফকির, মাহবুব আলম সহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যগণ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হেফাজতের ২৪ ঘণ্টার আলটিমেটাম: “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করব” – আজিজুল হক ইসলামাবাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে শ্রমিক সমাবেশে অ্যাড. আসলাম মিয়া, চাঁদাবাজির টাকায় মনোনয়ন কিনতে চান বিএনপির এক নেতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে কোটি

“তিন হাজার সাহসী মুসলমান ইতিহাস বদলে দিয়েছিল, আমরাও পারব”— মাওলানা জাহাঙ্গীর আলম

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে আজ (১০মে) শনিবার মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি -সেক্রেটারি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাপতি

মনোহরদীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (দক্ষিণ) থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত

Scroll to Top