১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয় এই মিছিল। সেখান থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ঘুরে এসে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা “আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো করতে হবে” ; “ছাত্রলীগ বাংলাদেশ, একসাথে চলে না” ; “এ্যাকশন টু এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন” ; “গড়িমশি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো” ; “চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার” ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা এই সময় বলেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার রেশ এখনও কাটেনি। আহতরা এখনও হাসপাতালে। এই বাংলাদেশে আওয়ামীলীগের পূনর্বাসন করা হলে শহিদদের রক্তের সাথে বেইমানি করা হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, জুলাই বিপ্লবে পাখির মত গুলি করে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা কিভাবে এদেশে রাজনীতি করে। যতদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে।

শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মায়ের কোল খালি করে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে এখনও আওয়ামী লীগের হাত রঞ্জিত। আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তারা জাতির সাথে বেইমানি করবে। তাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগের হাত আবু সাইদ, মুগ্ধের মতো শত শত শহীদের রক্তে রঞ্জিত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের শত্রু, জাতির শত্রু। সুতরাং আওয়ামীলীগকে পূনর্বাসনের চেষ্টা করবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, গতকাল রাতে পার্টির মুখ্য সংগঠক আপনার আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দাবি উঠে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top