৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

লাইলাতুল কদর অর্জনের শ্রেষ্ঠ উপায়, এতেকাফ

রমজান মাসের শেষ দশক মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এ সময়েই লাইলাতুল কদর আসার সম্ভাবনা থাকে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই মহিমান্বিত রাতের ফজিলত অর্জন করতে যেসব আমল করা যেতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে এতেকাফ।

এতেকাফের অর্থ হলো একাগ্রচিত্তে অবস্থান করা। ইসলামী শরিয়তে এটি এমন এক ইবাদত, যেখানে বান্দা আল্লাহর ঘরে নিজেকে সমর্পণ করে, দুনিয়ার সব ব্যস্ততা ত্যাগ করে এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকে।

রাসুলুল্লাহ সা. প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করতেন, যাতে তিনি লাইলাতুল কদর অর্জন করতে পারেন। হাদিসে এসেছে:
“রাসুলুল্লাহ সা. প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করতেন, মৃত্যুর বছর তিনি বিশ দিন এতেকাফ করেন।” (সহিহ বুখারি, হাদিস: ২০৪৪)

এতেকাফের ফজিলত
এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ এই রাতটি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে একটিতে হয়। এতেকাফকারী ব্যক্তি মসজিদে অবস্থান করায় এই মহিমান্বিত রাত পাওয়ার সুযোগ বৃদ্ধি পায়।

এছাড়া, এতেকাফ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আত্মশুদ্ধির একটি অসাধারণ সুযোগ প্রদান করে। একাগ্রচিত্তে ইবাদত করার ফলে মন পরিশুদ্ধ হয় এবং আল্লাহর সান্নিধ্য লাভের পথ প্রশস্ত হয়।

এতেকাফের আরেকটি বিশেষ ফজিলত হলো, এটি পূর্ববর্তী গুনাহ মাফ করার সুযোগ সৃষ্টি করে। নবীজি সা. বলেন:
“যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সঙ্গে লাইলাতুল কদর পেল এবং ইবাদত করল, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (বুখারি, হাদিস: ১৯০১)

এছাড়া, এতেকাফ মানুষকে দুনিয়ার পাপাচার, অশ্লীলতা ও অনর্থক কাজ থেকে রক্ষা করে।

এতেকাফের বিধান ও নিয়ম

এতেকাফের স্থান: মসজিদ। আল্লাহ তাআলা বলেন:
“আর তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় তাদের (নারীদের) সঙ্গে সহবাস করো না।” (সুরা বাকারা: ১৮৭)

সময়সীমা: রমজানের শেষ দশক সবচেয়ে উত্তম, তবে যে কোনো সময় নফল এতেকাফ করা যায়।

যা করা জরুরি: নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও ইস্তিগফারে লিপ্ত থাকা।

যা করা নিষিদ্ধ: অহেতুক কথা বলা, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা, মসজিদ ছাড়া অন্যত্র থাকা।

উপসংহার,
লাইলাতুল কদর পাওয়ার নিশ্চয়তা অর্জনের অন্যতম উত্তম উপায় হলো এতেকাফ। এটি আত্মশুদ্ধির এক অপূর্ব সুযোগ, যেখানে একজন বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়। তাই আমাদের উচিত এই মহান আমলকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা এবং অন্তত জীবনে একবার হলেও রমজানের শেষ দশকে এতেকাফ করা, যেন আমরা লাইলাতুল কদরের অফুরন্ত রহমত ও বরকত অর্জন করতে পারি

 

মাওলানা মুফতি মুহাম্মদ আসাদ
আরবি প্রভাষক, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কবির বিন সামাদকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জনপ্রিয় ইসলামী সাংস্কৃতি ব্যক্তিত্ব কবির বিন সামাদকে ভূমিদস্যু ও বাটপার বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে

২৬ এপ্রিল হাটহাজারী আসছেন চরমোনাই পীর

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, আমীরুল মুজাহিদীন, হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর সাহেব)। জানা

পাগলা মসজিদের দানবাক্সে এবারও মিললো ২৮ বস্তা টাকা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) চার মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে। দানবাক্সগুলি থেকে এবারও মিলেছে ২৮ বস্তা টাকা।

মিম্বরের ভাষ্য, জাতির জাগরণ আল-আজহারের খতিব বললেন, “মুসলমানদের ভূমি অন্য কারো হতে পারে না”

জাহেদুল ইসলাম আল রাইয়ান, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর কায়রোর প্রাচীন হৃদয়ে দাঁড়িয়ে আছে একটি বর্ণময় আলোকস্তম্ভ— আল-আজহার। হাজার বছরেরও বেশি সময় ধরে জ্ঞান, আধ্যাত্মিকতা ও

Scroll to Top