৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আমদানি বন্ধের খবরেই বাড়ালো পেঁয়াজের দাম

রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবরে চাঁপাইনবাবগঞ্জে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে পেঁয়াজের। দুদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।

শহরের শিবতলা এলাকার বাসিন্দা আলী হায়দার বলেন, ‘দুদিন আগেই পেঁয়াজ কিনেছি ৪৮ টাকা কেজি। আজ ৬০ টাকা হয়ে গেছে। এটা দুঃখজনক। বাংলাদেশে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেশি বাড়ছে।’

শরিফুল ইসলাম নামের এক আড়তদার বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে দেশের চাহিদার চেয়ে বেশি সরবরাহ হচ্ছিল। এজন্যই মূলত দাম কমেছিল। তবে গতকাল পেঁয়াজ রপ্তানিতে নিষেধাক্কা দিয়েছে ভারত। এ খবরে ফের পেঁয়াজের দাম বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে এসেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘গতকাল রাতে বাজারে শুনলাম পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। এখন কিনতে এসে দেখি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাতের মধ্যেই কেজিতে বেড়েছে ১০ টাকা।’

চাঁপাইনবাবগঞ্জের বাজার তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত খুবই ধূর্ত প্রকৃতির। যেই শুনেছে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জুলাই আন্দোলনে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের পহেলগাঁওয়ে জুলাই আন্দোলনের সময় মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি

২০২৪ সালের বন্যা ছিল অপ্রত্যাশিত ও গভীর ক্ষতির: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যাকে ‘স্বাভাবিক বন্যা’ নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তিনি বলেন, “আমরা যখন

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

পানিবন্ধের হুমকির জবাবে ‘পাথর ছোড়ার’ হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতের পানিবন্ধের হুমকির কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, “একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।” মঙ্গলবার

Scroll to Top