৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযুদ্ধা সংসদ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (২৬ মার্চ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার কুটি মাঠে আরম্বর পরিবেশে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযুদ্ধা সংসদ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে।
উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধা সংসদের সদস্যরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্য এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মতিন ফেরদৌসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, বালিয়াকান্দি প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব। বুধবার সকালে বালিয়াকান্দির বিভিন্ন প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের প্রতি সম্মান জানানো হয়।

এসময় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি ও বার্তা ২৪.কম এর প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বায়ান্ন পত্রিকা এবং অনলাইন পোর্টাল মনিং পোস্ট এর জেলা প্রতিনিধি মোঃ আমিরুল হক, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া, দৈনিক নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি মোঃ আজমল হোসেন, দৈনিক অভয়নগর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন, “মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই দিবস আমাদের গৌরবের, আমাদের চেতনার। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে সুস্থ ধারার রাষ্ট্র যন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।

পরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযুদ্ধের পরিবার এবং আহত মুক্তিযুদ্ধেরকে সংবর্ধণা প্রদান করা হয়। এবং উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণের আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আ’লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বিচারের দাবি হেফাজতে ইসলামের

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বিনা বিচারে গণহত্যাকারী আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ে শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু নির্মাণে ব্যয় নির্ধারন ১৭ হাজার কোটি টাকা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু নির্মিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ

গণহত্যা-গুমের অভিযোগ তুলে হাটহাজারীতে ছাত্র-জনতার উত্তাল মিছিল

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি গণহত্যা, গুম, দুর্নীতি, টাকা পাচার ও দেশের স্বার্থ বিক্রির অভিযোগে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে নিষিদ্ধের দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ

বাদ জুমা সমাবেশ: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চ তৈরির কাজ চলছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে দেখা

Scroll to Top