১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জবির পুষ্পস্তবক অর্পণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একাত্তরের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “১৯৭১ সালে য মহান লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই লক্ষ্য এখনও পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে পারি, তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক মুক্তি অর্জন সম্ভব হবে।”

এই সময় জবি শিক্ষক সমিতি, সাদা দল, সাংবাদিক সমিতি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top