৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা সহ সর্বস্তরের মানুষ।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, কাঠালিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল ৯.০০ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাররে সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়। জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিয়ে বাড়ীতে মহুর্তেই শোকের ছায়া: রাজবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে প্রনয় সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার

খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোটরসাইকেল আরোহী

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুর ১:২০ মিনিট খোকসা বাসস্ট্যান্ড সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মোঃ সাগর হোসেন (৫৫), পিতা- সাখাওয়াত

আ’লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বিচারের দাবি হেফাজতে ইসলামের

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বিনা বিচারে গণহত্যাকারী আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়ে শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু নির্মাণে ব্যয় নির্ধারন ১৭ হাজার কোটি টাকা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু নির্মিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ

Scroll to Top