২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

প্রবীণ বয়সকে তোয়াক্কা না করে বৃদ্ধ বয়সেই প্রনয় শরিফুল ইসলামের

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ৬৬ বছরের বৃদ্ধ শরিফুল ইসলামকে বিয়ে করছেন ২৩ বছর বয়সী কলেজছাত্রী আইরিন আক্তার। এই অসম বয়সের বিয়েটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দক্ষিণ কোটতলি এলাকায় ঘটে।

আইরিন আক্তার, যিনি বর্তমানে টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে শরিফুল ইসলামের সাথে পরিচিত ছিলেন। শরিফুল ইসলাম তার পড়াশোনার খরচ বহন করতেন এবং ব্যাংকে ছয় লাখ টাকা ডিপোজিট করে আইরিনের মাসিক খরচ চালান। আইরিন আক্তার নিজেই জানিয়েছেন, তিনি সজ্ঞানভাবেই শরিফুল ইসলামকে বিয়ে করেছেন এবং তাকে তার জীবনের বন্ধু মনে করেন।

আইরিনের পরিবার আর্থিকভাবে কিছুটা অসচ্ছল, তবে তাদের পারস্পরিক সম্মতিতেই বিয়ে হয়েছে। যদিও আইরিনের বাবা প্রথমে রাজি ছিলেন না, তবে পরে ভাই ও মা এসে বিয়ের ব্যবস্থা করেন।

বৃদ্ধ শরিফুল ইসলাম জানিয়েছেন, আইরিন ছোট থেকেই মেধাবী এবং তিনি তার পড়াশোনায় সহায়তা করছেন। যদিও প্রথমে তিনি চমকে গিয়েছিলেন, তবে আইরিনের ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে তিনি বিয়েতে রাজি হয়েছেন।

এই খবরটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মতে, এটি একটি অস্বাভাবিক, কিন্তু পারস্পরিক সম্মতির সম্পর্কের উদাহরণ। আইরিন ও শরিফুল ইসলাম তাদের দাম্পত্য জীবন সুখী ও শান্তিপূর্ণ হোক এমনটাই সকলের দোয়া চেয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top