১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ১ টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার বাণিজ্যিক রাজধানী সৈয়দপুরে এক টাকার বিনিময়ে নতুন পোশাক পেল শতাধিক সুবিধা বঞ্চিত শিশু।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সৈয়দপুর গলার হাট রাস্তার পাশে ছায়নামা টাঙ্গিয়ে ঈদ উপলক্ষে “আমাদের প্রিয় সৈয়দপুর” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অস্থায়ী এ দোকান বসানো হয়। দোকানে ঝুলনো রয়েছে একটি ব্যানার এবং সেখানে লেখা রয়েছে এক টাকার বিনিময়ে ঈদের নতুন রঙ্গিন পোশাক। ব্যানারের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী । আগত শিশুদের সঙ্গে পোশাকের সাইজ মিলিয়ে দেখছেন এবং ১ টাকার বিনিময়ে তাঁ আগত শিশুদের হাতে তুলে দিচ্ছে। আর এই পোশাকগুলো কিনতে দাঁড়িয়ে আছে শতাধিক শিশু-কিশোর। নতুন জামাগুলো তাদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র ১ টাকায়। এভাবে মাত্র ১টাকায় ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মেতেছে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

মূলত সুবিধা বঞ্চিত পথ শিশুদের ঈদের আনন্দ দিতে এমন একটি উদ্যোগ নিয়েছে “আমাদের প্রিয় সৈয়দপুর” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্জিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র ১ টাকায় ঈদ নতুন জামা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত শিশুরা।এ দোকানের কার্যক্রম চলবে চাঁদ রাত পর্যন্ত।

শহরের গোলাহাটের শিশু শবনম (৮) ও সুমাইয়া (৭) জানায়, যে কোনো উৎসব-পার্বণে তাঁদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন জামা দিচ্ছে শুনেই ছুটে আসি এবং এই এক টাকায় পছন্দ মত ফ্রক নিয়েছে। এতে আমরা খুব খুশি।

মাত্র ১টাকায় হাতে নতুন পোশাক পেয়ে মহাখুশি অসহায় শিশু সাব্বির (১২) ও মল্লিক (৮)। তাঁদের উভয়ের বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করেন। এখনো তাঁদের জন্য নতুন কোনো জামা কিনতে পারেনি মা।”আমাদের প্রিয় সৈয়দপুে” সংগঠনের অস্থায়ী দোকান থেকে মাত্র ১ টাকায় নতুন পোশাক পেয়ে তাঁরা খুবই খুশি। এখন ঈদ ভালই কাটবে বলে জানায় তাঁরা।

সংগঠনের সদস্য সামিউল, রাজা ও রাব্বি জানান, সমাজে সুবিধা বঞ্চিত শিশুরা বেশির ভাগ সময়েই বঞ্চিত থাকে। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল করতেই আমরা ১টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচী চলবে আমাদের।

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, মূলত সুবিধা বঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি,তারা স্বচ্ছন্দে “আমাদের প্রিয় সৈয়দপুর” এর দোকান থেকে মাত্র ১টাকার বিনিময়ে নিজের পছন্দ মত পোশাক নিতে পারবে। আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য।

উল্লেখ্য প্রতি বছর এসব সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা, সালামী ও গরীবদের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এবং সেমাই চিনি দুধ দিয়ে আসছে সংগঠনটি।
শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেকে দারিদ্রতার কারনে পছন্দমত পোশাক নিতে পারে না। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সৈয়দপুরের “আমাদের প্রিয় সৈয়দপুর” সংগঠনটি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালা ইউএনও’র পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশিদ-এর পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

মুরাদনগরে আধুনিক অফিস ব্যবস্থাপনা ও বাজেট প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কবি নজরুল মিলানায়তনে ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হলো “অফিস ব্যবস্থাপনা ও ইউনিয়ন বাজেট প্রণয়ন”

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে ৬৫ পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করেন-ইউএনও

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শনে ডিসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক

Scroll to Top