১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, দুঃখী ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

২৯ মার্চ (২৮ রমজান) শনিবার দুপুর ২টায় ভূজপুর শরিয়তুল উলুম মাদরাসার মাঠে সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহেদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইনস্পেকটর মোহাম্মদ নিজাম উদ্দীন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ কুতুব উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাহের মিয়া, মাওলানা মোহাম্মদ মুহিব্বুল্লাহ আমিনী এবং সাবেক সহ-সভাপতি: মোহাম্মদ এমদাদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ শেখ ইয়াছিন আরাফাত সিকদার, মোহাম্মদ নোমান তালুকদার, মোহাম্মদ আনছার উল্লাহ, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আনছার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সৈয়দ আকবর, মোহাম্মদ এমদাদুল হক, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ মুদ্দাসির, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মাহমুদ উল্লাহ, মোহাম্মদ ইয়ার ও মোহাম্মদ ইরফান।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সয়াবিন তেল, লাচ্ছি সেমাই, নুডলস এবং পেঁয়াজ।

ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিয়ে, শিক্ষা, চিকিৎসা, বন্যা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করে আসছে। তারা নগদ অর্থ, শীতবস্ত্র, ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে। সংগঠনটি ২০১৮ সালে উপজেলায় শ্রেষ্ঠ মানবিক ও সামাজিক সংগঠনের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক ও প্রশংসাপত্র লাভ করে।

উত্তর চট্টগ্রাম তথা ফটিকছড়িতে ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের আলাদা একটি সুনাম ও পরিচিতি রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে আধুনিক অফিস ব্যবস্থাপনা ও বাজেট প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কবি নজরুল মিলানায়তনে ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হলো “অফিস ব্যবস্থাপনা ও ইউনিয়ন বাজেট প্রণয়ন”

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে ৬৫ পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করেন-ইউএনও

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শনে ডিসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক

নারী কমিশন বাতিলের দাবিতে ছাত্রী কাফেলার মানব বন্ধন

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি: নারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানব বন্ধন করা হয়েছে। আজ বুধবার উপজেলার মাদানি ছাত্রী কাফেলার উদ্যোগে এ

Scroll to Top