লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ
আজ সকালে লক্ষীকুন্ডাইয়ে ডা. জাকির হোসেনের নিজ বাড়িতে, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী শিশু ও প্রতিবন্ধীদের জন্য একটি উদ্দীপনামূলক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগে সার্বিক তত্ত্বাবধানে থাকেন মোঃ আফজাল হোসেন (রতন), যিনি নিজ উদ্যোগে আর্থিক সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করেন।
অনুষ্ঠানে প্রায় ২০০ অসহায় প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত থাকেন। প্রতিটি পরিবারের মধ্যে ২০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবণ, পাশাপাশি তেল, সেমাই ও চিনি বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী নাগরিকদের সহানুভূতি ও সহায়তার হাত মানবজাতির দুর্বল শাখাকে পৌঁছে দেয়ার চেষ্টা করেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অসহায়দের স্বতন্ত্র বক্তব্য। এক প্রতিবন্ধী ব্যক্তি জানান,
“আমি বহুদিন যাবত আর্থিক সমস্যার মোকাবিলায় সংগ্রাম করছি। আজকের এই উদ্যোগ আমার ও আমার পরিবারের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে।”
এছাড়াও আরেক একজন অসহায়ের মতামত ছিল,
“এমন সময়ে এই ধরনের সহায়তা পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। সমাজের সব স্তরের মানুষ যেন একসাথে মিলে আমাদের পাশে দাঁড়ায়, এটাই আমাদের জীবনে সত্যিকারের আশার কথা।”
অনুষ্ঠানে সাংবাদিক পায়েল হোসেন, রিন্টু, ফজলু মাস্টার, আলিভ ও অর্ক উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি প্রমাণ করে যে, মানবতা ও সহানুভূতির শক্তি একত্রিত হলে সামাজিক অসাম্য দূর করা সম্ভব। সমাজের দুর্বল ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এমন সহায়তা প্রদান করে, ভবিষ্যতে আরও বিস্তৃত ও স্থায়ী সহযোগিতার পথ প্রশস্ত করার অনুপ্রেরণা দেয়া হয়েছে।