লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
ঈশ্বরদীর প্রাণকেন্দ্র বাজার এবং এর কেন্দ্রবিন্দু ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শনিবার রাতে বাজারের অর্ধশতাধিক শ্রমিকের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। শ্রমিকদের ঈদ নির্বিঘ্ন করতে শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ এই উদ্যোগ গ্রহণ করেন।
শ্রমিকদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য সেলিম আহমেদ, জাকির হোসেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাংবাদিক রিফাজ বিশ্বাস লালন, আকতার হোসেন নিফা, ফয়সাল আহমেদ জুয়েলসহ বাজারের ব্যবসায়িরা।
বক্তারা জানান, প্রতি বছর ঈদের পর বাজারে দোকানপাট বন্ধ থাকে, ফলে শ্রমিকদের কাজ থাকে না। এ অবস্থায় তারা যেন নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই প্রত্যেক শ্রমিককে ১৫ কেজি করে চাউল দেওয়া হয়েছে। বাজারের শ্রমিকদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত। তারা আরও বলেন, শ্রমিকরাই বাজারের ব্যবসায়ীদের মূল চালিকাশক্তি। ভবিষ্যতেও শ্রমিকদের জন্য আরও সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ।