১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাবাজারে দোকানে আগুন: কয়েক লক্ষ টাকার ক্ষতি

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ বাংলাবাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি দোকান। মঙ্গলবার (১মার্চ) সকাল অনুমান সাড়ে ১০টায় হিলাল আহমদের মালিকানাধীন লেপতোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন অনেকে।

আগুন লেগে মুহুর্তের ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। হিলাল আহমেদের লেপতোশকের দোকানের একেবারে নিকট রয়েছে মাও: জাহিদুর রহমান চৌধুরীর জাহিদ বস্ত্র বিতান ও জুবের আহমদের পোল্ট্রি ফার্ম।

জাহিদ বস্ত্র বিতানের সাথেই শাহেদ আহমদ এর কম্পিউটারের দোকান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কয়েকটি দোকানে। নুন্যতম পরিমাণে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘরগুলো থেকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন মাও: জাহিদুর রহমান। জাহিদ বস্ত্র বিতানে কয়েক লক্ষ্য টাকার কাপড় পুড়ে ছাই হয়েছে বলে মনে করছেন অনেকে। ক্ষতির দিক থেকে ২য় অবস্থানে রয়েছে হিলাল আহমেদের লেপতোশকের দোকান।

এতেও আরো কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এছাড়া আধা পাকা ঘরগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।অপর দিকে অসহায় জুবের আহমদ ব্যবসায় লস করে ঘুরে দাড়ানোর প্রাণপণ চেষ্টা করছিলেন। ঋণ-ধার করে কোন মতে পান-সুপারির পাশাপাশি পোল্ট্রি মোরগের একটা দোকান খুলছেন। এই আগুন তার শেষ স্বপ্নটুকুও কেড়ে নিয়েছে। ঘরের সব-কয়টা মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ক্যাশে থাকা ধার পরিশোধের নগদ টাকাও পুড়ে যাওয়ায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন তিনি।

এই লোকটি একদিকে অনেক টাকার ঋণ অন্যদিকে নগদ টাকা আর মুরগীসহ দোকান হারিয়ে নি:শ হয়ে গেছে। এই মুহুর্তে তিনি চোখে অন্ধকার দেখছেন। ধোয়াশায় রয়েছে তার জীবন যাত্রা। মোট ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রেভিনিউ টিকেটের নামে শ্রমিক প্রতি ৫০ টাকা নিচ্ছেন এলজিইডি’র সিও

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ অবকাঠামো মেরামত, সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষন কাজে নিযুক্ত নারী শ্রমিকের কাছ থেকে রেভিনিউ টিকেট ক্রয় ও ট্রেজারী

মধ্যনগর যুবদল নেতার নামে মিথ্যা সংবাদের প্রতিবাদ

জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকা অনলাইনে ও কয়েটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা,

নলছিটিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আদুরী( সাড়ে ৩ বছর )নামে শিশুর মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার পাওতা গ্রামে

মোহনগঞ্জে বিদ্যালয় থেকে সিলিং ফ্যান চুরি

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে

Scroll to Top