২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা গোলাম রাব্বানী

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা গোলাম রব্বানী প্রধান।

গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট টি,এন,টি মোড়ে যুবদলের সাবেক সফল সভাপতি বর্তমান উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের নিজ নিজে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন মোড়ে টিম করে ট্রাফিকের ভুমিকা পালন করেছে তিনি। ডিমলা বাবুরহাট বাজারের মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত প্রায় সময় তীব্র যানজট লেগে থাকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ যানজট আরো তীব্র আকার ধারণ করে। ডিমলায় ট্রাফিকের কোন ব্যবস্থা না থাকায় এ যানজটে জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করে। জনসাধারণের ভোগান্তি লাঘব এবং তারিখের সার্বিক চলাচল নিশ্চিত করতে বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রধান নিজ উদ্যোগে বিভিন্ন মোড়ে দলীয় লোকজনদেরকে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত করে এবং নিজে টিএমটি মোড়ে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। এতে জনসাধারণের ভোগান্তি দূর হয় এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে
। সবাই বিষয়টির প্রশংসা করে,এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়।

এ বিষয়ে তিনি বলেন, ডিমলা উপজেলায় টি,এন্ড,টি মোড় এলাকায় প্রধান টেলিকম ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যংকের সামনে ১ ঘন্টা ধরে জ্যাম বাজে আমি, সাহিন,হাসুকে নিয়ে ট্রাফিক এর ভুমিকায় ছিলাম।

উপজেলায় কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, সত্যি এভাবেই যদি প্রত্যেকটা জায়গায় থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য নেতা-কর্মীরা কাজ করতেন তাহলে দেশটা অনেক পরিবর্তন এবং সুন্দর হতো।

বিষয়টি তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়, স্থানীয় পথচারী লোকজন ও আশে-পাশের দোকানদার সবাই প্রশংসা করতে শুরু করেন। তবে স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবী দ্রুততম সময়ের মধ্যে ব্যস্ততম শহর ডিমলায় ট্রাফিকের ব্যবস্থা করা অতি জরুরী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top