মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পথচারী মোঃ আহম্মদ আলী খান (৮০) মারা গেছেন। গত দুই দিনে আগে খোকসা বিলজানি বাজার এলাকায় দ্বিতীয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু। পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে খোকসা থানাধীন মোড়াগাছা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুমারখালী থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল রাস্তা পার হওয়ার সময় আহম্মদ আলী খানকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী—সাগর হোসেন (১৯), রাব্বি হোসেন (১৮) ও তারিকুল ইসলাম (১৮) কুমারখালীর বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এর একদিন আগেও একই এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বারবার দুর্ঘটনার মৃত্যাুর ফলে এলাকার মানুষ এখন আতঙ্কিত। সাধারণ পথচারীরা বলছেন, উঠতি বয়সের বেপরোয়া মোটরসাইকেল গতির কারণে সড়ক পাড়াপাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের এসআই জয়দেব কুমার সরকার জানান, নিহতের ছেলে বাদশা খাঁনের আবেদনের পর লাশ হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কে নিয়ন্ত্রণহীন গতিতে যানবাহন চলাচল এবং যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকার কারণে দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত গতিরোধক বসানো ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন।