১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ এপ্রিল শনিবার) সকাল এগারোটায়, জেলা সদরের বিশ্বরোড মোড়স্থ নিজস্ব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়, মধ্যাহ্ন ভোজ  ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের চেয়ারম্যান জনাব বরিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, মহাসচিব শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, ইমাম হাসান জুয়েল,  বিপ্লব হাসান, মনিরুল ইসলাম সহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা ৫ আগস্ট ২০২৪ এর পর রাষ্ট্রীয় চাপ, বিধি-নিষেধ বা হুমকি ব্যতীত স্বাধীন ভাবে সংবাদ পরিবেশনের অধিকার ভোগ করছেন। পাঠক সমাজ সত্যনিষ্ঠ সংবাদ পাঠের আস্বাদন পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক অপশক্তি, দুর্নীতিবাজ  চক্র, মাদক-চোরাকারবারী ও সরকারী সম্পদ লুন্ঠনকারী সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখনও বিপজ্জনক!
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অবৈধ স্বার্থান্নেষী মহল ও চাঁদাবাজ সন্ত্রাসীরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য আগে যেমন হুমকি ছিল , বর্তমানের হুমকি এবং আগামী দিনেও বিপজ্জনক থাকবে।
তিনি আরো বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার হুমকি মোকাবিলায় সাংবাদিক সমাজের সুদৃঢ় ঐক্য গড়া যেমন জরুরী, অপরদিকে সরকারের তরফ থেকে আইনি সাপোর্ট দেয়ার জরুরী । এ ছাড়াও তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।
জনাব রবিউল ইসলাম বলেন,  সাংবাদিকরা নিজেরা নিজেদের শত্রু! ব্যাঙের ছাতার মত সাংবাদিক সংগঠন গজিয়ে উঠছে, কিন্তু কারো সাথে কারোরই পেশাদারিত্ব সম্পর্ক নেই! অথচ ঐক্য ছাড়া কোন সমাজ, জাতি বা গোষ্ঠী-সম্প্রদায়ের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করা  সম্ভব নয়।

মধ্যাহ্ন ভোজ শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারনী সিদ্ধান্ত নেয়া হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ষড়যন্ত্রমূলক মামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা এবং সারাদেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত

নেশার ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেফতার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১২ মে)

গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমজাদ সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান

সড়কের দুর্দশায় ভ্যান থেকে ছিটকে পরে শিশুর মৃত্যু,সেই সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হয়ে পুলেরহাট সড়কটির বেহাল দশা গত এক দশক ধরেই।ভাঙাচোরা

Scroll to Top