মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
৪ এপ্রিল ২০২৫ ইং রাত ৭টা ৪৫ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৭ নম্বর আসামি মোঃ শাকিল (২১), ৮ নম্বর আসামি মোঃ রবিন (২৭) — দুজনেরই পিতা মোঃ মোবারক, গ্রাম: শেখেরচক পাচানি মাঠ — এবং ১১ নম্বর আসামি মোঃ শুভ (২৪), পিতা মোঃ শুকুর, গ্রাম: শেখেরচক বিহারীপাড়া, থানা: বোয়ালিয়া, রাজশাহী — এদের গ্রেফতার করে র্যাব।
এর আগে ২৭ মার্চ ২০২৫ ইং তারিখে ৪ নম্বর এজাহারনামীয় আসামি রুমেল (২৮) গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল রাত ৭টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এজাহারনামীয় ১৩ জন ও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন আসামি গত ২৬ অক্টোবর ২০২৪ ইং সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে ব্যাট, লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ, চাপাতি, রামদা ও চাকু নিয়ে অবস্থান করছিল। এ সময় মিম সেখানে পৌঁছালে তারা তার পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মীমের মা বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও ছায়াতদন্ত ও নজরদারি শুরু করে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।