১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে সাথী এন্টারপ্রাইজের নাইট কোচ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। শনিবার রাতে ভোলাহাট থেকে ঢাকাগামী সাথী এন্টারপ্রাইজের একটি নাইট কোচে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—গাড়ির চালক শহিদুল ইসলাম (৩২), তার বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে, পিতার নাম মো. আবুল কাশেম। সুপারভাইজার মো. হারুন অর রশিদ নিশান (২৬), তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে। এছাড়া গাড়ির হেলপার মো. আশিক (১৯) কে আটক করা হয়েছে, তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মধুপুর গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সাথী এন্টারপ্রাইজের একটি কোচে ফেনসিডিল পাচার করা হচ্ছে। এরপর পুলিশের একটি বিশেষ দল গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়ির গোপন কক্ষ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত তিনজনই মাদক বহনের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গোমস্তাপুরসহ আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান ওসি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হাটহাজারী উন্নয়ন বাস্তবায়ন ফোরাম’-এর ১২ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম, ১২ মে : হাটহাজারী উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের

খন্ডলহাই বাজারের ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ প্রতিপক্ষের হামলায় নিহত

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি: পরশুরাম উপজেলার ৪নং বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেট্রেশ্বর গ্রামের বাসিন্দা ও খন্ডলহাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ(৫০) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে

ভূজপুরে মিথ্যা মামলার বিরুদ্ধে মজলুম ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের ভূজপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মজলুম ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রবিবার মাগরিবের নামাজের

আওয়ামী লীগ নিষিদ্ধে ঝিকরগাছা জামায়াতের শুকরিয়া মিছিল

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামী আয়োজিত শুকরিয়া মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে, রোববার

Scroll to Top