৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাষ্ট্র আমাদের সুযোগ দিলে প্রয়োজনে ফিলিস্তিন যাব – মাওলানা শরীফ উদ্দিন

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের অতর্কিত হামলায় যেভাবে অকাতরে নারী, শিশু, বৃদ্ধাসহ অজস্র বেসামরিক মুসলমান শাহাদাতের পেয়ালা পান করছেন তা দেখে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা মৌখিক প্রতিবাদ করছি, তাদের জন্য দোয়া করছি এবং রাষ্ট্র আমাদের সুযোগ দিলে প্রয়োজনে ফিলিস্তিন যাব। তবুও ইসরাইলি সন্ত্রাসীদের এসব হামলা আর সহ্য করব না। খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানাচ্ছি ইসরায়েলের কোন পণ্য যেন বাংলাদেশে আসতে না পারে।এছাড়া রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে যতসব সহযোগিতা করার সুযোগ আছে সব কিছু করারও জোর তাগিদ করছি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের স্থানীয় ফতেপুর বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত সন্ত্রাসী ইয়াহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের বেসামরিক মুসলমানদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের অগ্রসেনিক সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী এলএলবি, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন এমএসএস, শাহজালাল একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামনগর ঈদগাহ মাদরাসার মুহতামিম মাওলানা জাকারিয়া মাসুক, যুবনেতা মাস্টার কামাল উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, ছাত্রনেতা ইয়াহইয়া বিন ঈসা, জামাত নেতা মিসবাহ উদ্দিন, এমআর নোমান।

জমিয়ত নেতা মাওলানা দেলওয়ার হোসাইনের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সেক্রেটারি কেএম মনসুর আহমদ, মাওলানা সালমান হোসাইন, মাওলানা সিফতুর রহমান, মাওলানা সানা উল্লাহ আমীন প্রমুখ।
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিল পরবর্তী সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফতেপুরের জনসাধারণ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মনোহরদীতে বালুর সাম্রাজ্য ধ্বংস! জব্দ ৫ লাখ ঘনফুট অবৈধ বালু

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) বিকেলে

বরের কিডনী নষ্ট শোনে গৃহবধুর বিদায়, ছেলেকে বাচাঁতে মায়ের আকুতি

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক দরিদ্র মায়ের সন্তান রাজুর দুটো কিডনীই প্রায় অকেঁজো হয়ে গেছে। তবে একটি কিডনী হলেও বাচঁতে পারে

গুরুদাসপুরে পুকুর খনন যন্ত্রের আঘাতে পঙ্গু হওয়ার পথে ভ্যানচালক সাইদুল

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: সুস্থ্য-সবল মানুষ ছিলেন সাইদুল ইসলাম (৩৫)। ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতেন। তবে আজ (৬ মে) মঙ্গলবার সকালে তার জীবনে

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা  সফরের শুরুতেই তিনি রহনপুর এবি

Scroll to Top