২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আনু গ্রেফতার

সাজিম মোল্যা, গোপালগঞ্জ প্রতিনিধি: 

গোপালগঞ্জ সদরের বেদগ্রাম মোড় থেকে শনিবার রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আনোয়ার হোসেন আনু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গ্রেফতারের সময় আনোয়ার হোসেন আনু বেদগ্রাম মোড়ের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার নাম জিজ্ঞাসা করে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। গ্রেফতারের সময় কোনো গ্রেফতারি পরোয়ানা প্রদর্শন করা হয়নি বলে দাবি করেছেন উপস্থিতরা।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে তখন কোনো চলমান মামলা ছিল না। ফলে, তাকে এভাবে আটক করাকে ঘিরে প্রশ্ন উঠেছে আইনি প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে।

আটকের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা হয়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এ ঘটনাকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বিস্তারিত তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা শ্রমিক দল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, ‘গণহত্যার’ অভিযোগে বিচারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার

হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামীকাল ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হাটহাজারীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২

নলছিটিতে সেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ধান কাটার শ্রমিক সংকট ও দেশের আবহাওয়ায় চলমান বন্যা পরিস্থিতির কারনে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নলছিটির অনেক এলাকার কৃষকরা।

Scroll to Top