১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বাটার বিবৃতি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বাটার শোরুমে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিবৃতি দিয়েছে বাটা কর্তৃপক্ষ।

সোমবার (০৭ এপ্রিল) রাতে বাটার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিবৃতি দেয় প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে জানানো হয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়। এমনকি চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে আরও জানানো হয়, বাটা আন্তর্জাতিক একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার সূচনা চেক রিপাবলিকে। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। বাটা সব ধরনের সহিংসতার নিন্দা প্রকাশ করে।

ওই বিবৃতির শেষাংশে বলা হয়, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

কোম্পানিটি সব সময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিনিধি:আওয়ামী লীগের শাসনামলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন,

ভূজপুরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল

Scroll to Top