১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘স্পিক টু লিড’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাব আয়োজিত ‘স্পিক টু লিড’ অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের তিন তলায় ফিন্যান্স বিভাগের ৩০৪ নং কক্ষে পুরস্কারের আয়োজনটি করা হয়।

ক্লাবটির সভাপতি মোহা: সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহা: হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ বায়েজিদ আলী।

অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর ফিন্যান্স ক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল স্বাগত বক্তব্য দেন।

অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে জানান, “শিক্ষার্থীদের এমন সৃজনশীল আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতেও ক্লাবটি এই ধরনের সৃজনশীল কার্যক্রমের আরো আয়োজন করবে বলে আমরা আশাবাদী।”

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে —১. মেহবুবা মৌলা, ২. মো. মশিউর রহমান, ৩. সাবিহা তাবাসসুম

এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন যথাক্রমে ৪. আবরার হক, ৫. কাজী ফয়সাল, ৬. ইতু মনি, ৭. অমৃতা অপু, ৮. শামসুর নাহার রিয়া, ৯. পার্থ সাহা, ১০. মো. আসাদুজ্জামান সিয়াম।

সম্মানিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ফিন্যান্স বিভাগের শিক্ষক মো. ওমর ফারুকসহ ক্লাবের সিনিয়র সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top