২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমীন আক্তার তামান্নাকে একটি হত্যা মামলায় চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এই মামলায় তামান্নার পক্ষে আইনজীবী ছিলেন তাসনিয়া প্রধান। বৃহস্পতিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

সম্প্রতি সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী তামান্না সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় আদালত ও প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ভিডিওতে তিনি বলেন, “আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।” ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।

সাজ্জাদ গ্রেপ্তারের পর চট্টগ্রামে ঘটে একটি আলোচিত জোড়া খুনের ঘটনা। ২৯ মার্চ রাত সোয়া ২টার দিকে এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে মোহাম্মদ মানিক ও আবদুল্লাহ নিহত হন এবং আরও দুইজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ছোট সাজ্জাদ ও আরেক সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলার দ্বন্দ্ব থেকেই এই খুনের ঘটনা ঘটে। ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মানিকের মা ফিরোজা বেগম মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, নিহত মানিক সারোয়ারের গাড়ির চালক এবং নিহত আবদুল্লাহ তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।

২৯ মার্চ রাতে প্রাইভেটকারে করে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিয়ে ফেরার পথে রাজাখালী ব্রিজের ওপর দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে গুলি চালায়। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায় এবং মানিক গাড়ি ঘুরিয়ে চকবাজারের দিকে যেতে থাকেন। নবাব সিরাজউদ্দৌলা সড়কে গাড়ি থামালে হামলাকারীরা গাড়ির পেছনে এসে এলোপাতাড়ি গুলি চালায়, এতে মানিক ও আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মামলায় আরও বলা হয়, আসামি সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে। বর্তমানে সাজ্জাদ চান্দগাঁও থানার ইট ও বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলায় রিমান্ডে আছেন। তাকে গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উজিরপুরে বাসের চাপায় শ্রমিক দল কর্মী নিহত – সড়ক অবরোধ

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ মহান মে দিবসের র‌্যালী শেষে রাস্তার পাশে খিচুড়ি খাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার নামক স্থানে হানিফ

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন,

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

Scroll to Top