৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রায়পুরায় দুই সন্তানের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মায়ের সংবাদ সম্মেলন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী রায়পুরায় দুই ছেলের বিরদ্ধে একের পরে এক হয়রানীমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন রিনা আক্তার নামে ক্তভোগীনারী মা। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালমারা নিজ বাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনা আক্তার অভিযোগ করে বলেন,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমার দুই ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে স্থানীয় কাজল মেম্বার।বড় ছেলে বায়জিদ এবং ছোট ছেলে আলমগীর হোসেন। বড় ছেলে লেখা পড়ার সুবাদে গত ২৫ বছর ধরে ঢাকাতে থাকেন এবং ছোট ছেলে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় মাঝে মধ্যে এলাকায় আসেন। তাদের বিরুদ্ধে একের পরে এক মামলা দিয়ে হয়রানী করছে ইউপি সদস্য কাজল মেম্বার। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন তিনি।
এই সময় তিনি আরো বলেন, আমার ছেলে বায়েজিতকে কাজল মেম্বার চিনে কিনা জানি না। কাজল মেম্বারের সাথে আমার পরিবারের কোন বিরোধ নেই। তবুও আমার বাড়ীতে তার লোকজন নিয়ে হামলা, ভাঙ্গচুরসহ দুই ছেলেদের বিরদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে যাচ্ছে। এমনকি আমার ছেলেদের প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান ভোক্তভোগী মা।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য কাজল মেম্বার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তারাই আমার উপর বার বার হামলা চালিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্ঠা চালাচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাতক্ষীরার তালায় স্থানীয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। তালা থানা পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে

দেশের বাজারে অচিরেই সাতক্ষীরায় গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম মিলবে

শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের

ডিমলায় পূর্বশত্রুতা জেরে নিরীহ স্কুল শিক্ষকের দেড় একর জমির ভুট্টা গাছ থেকে লুট করলো দুর্বৃত্তরা

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামসরীর ডিমলায় পূর্ব শত্রুতার জেরে নিরীহ স্কুল শিক্ষক আকমল হোসেন লিটুর সাড়ে তিন বিঘা জমির অপরিপক্ক ভুট্টা সন্ত্রাসী কায়দায় লুট

মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের

Scroll to Top