২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। সংগঠনের দপ্তর সম্পাদক মাওলানা আফসার এই বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘শনিবার “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ” ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে একটি বিশাল পদযাত্রার মাধ্যমে “মার্চ ফর গাজা” কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি ও জনসচেতনতা তৈরির কার্যক্রম চালানো হচ্ছে।’

তারা আরও জানান, গাজায় চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে দেশের খ্যাতনামা আলেম, দাঈ, ইসলামি চিন্তাবিদ, ওয়ায়েজ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গাজার নিপীড়িত জনগণের পাশে থাকার বার্তা দেওয়া হবে।

বিবৃতির মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের সাধারণ মানুষের প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top