২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

নবাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হর, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় মোঃ রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও শামীম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মোঃ মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাংশা উপজেলা শাখা সাবেদ আহবায়ক মোঃ মাহমুদুল হক রোজেন, সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী-২ মোঃ সদরুল আমিন হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল , রাজবাড়ী জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজবাড়ী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুখালী উপজেলা শাখার সাবেক আহবায়ক কে এম আইনুল হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কালুখালী উপজেলা শাখার সাবেক আহবায়ক মোঃ সুন্সি সুরুজ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কালুখালী উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মোঃ মোসলেম উদ্দিন মিয়া, শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজবাড়ী জেলা শাখার সাবেক উপদেষ্টা মোঃ হুমায়ুন কবীর, এস এম মিজানুর রহমান বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর ওহাব মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমালপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মীর মনিরুজ্জামন বাবু, যুবদল বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিম ও সদস্য জেলা কমিটি মোঃ কামরুজ্জামান কামরুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইজাজুল হক মুনা, কালুখালী উপজেলা যুবদলের আহব্বায়ক জিল্লুর রহমান জিল্লু, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বালিয়াকান্দি উপজেলা কৃষকদলের নেতা মহসিন খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল আলম সামু, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সজল আহম্মেদ,মোঃ আবুল হোসেন, জিয়া বালিয়াকান্দি উপজেলা শাখা সভাপতি মোঃ নান্নু বিশ্বাস, সার্বিক তত্ত্বাবথায়নে মোঃ আহম্মদ আলী, জেলা যুবদলের উপদেষ্টা হুমায়ুন কবীর হিমু, আব্দুল মজিদ খান, মোঃ নান্নু মৃধা, আব্দুর রাজ্জাজ মন্ডল, মেরিনা বেগম, মোঃ খোকন, মোঃ সজল আহমেদ, মোঃ আবুল হোসেনসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ কর্মীগণ।

সভায় বক্তারা বলেন, আগামীর নির্বাচন হবে স্বচ্ছ এবং সুন্দর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন প্লেম ইমেজের বাছাই করছেন। এই হিসেবে রাজবাড়ী ২ এর সাবেক সংসদ সদস্য মোঃ নাসিরুল হক সাবু অসুস্থ থাকায় কালুখালী বালিয়াকান্দি ও পাংশা থেকে তিনজনকে মনোনীত করা হয়েছে এদের মধ্যে একজন প্রার্থী হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে আমরা একত্র হয়ে কাজ করে যাচ্ছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে বৃহস্পতিবার বিকাল ৪টায় হাটহাজারীস্থ

লালমোহনে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ ১ মে মহান মে দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ মহান ১ লা মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে

শহীদ জিয়াউর রহমানকে স্বৈরশাসক বলা সাংবাদিকের পক্ষে ছাত্রদলের বিবৃতি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বৈরশাসক বলা সাংবাদিকের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদল ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিবৃতি জানিয়েছে। বিবৃতিতে

Scroll to Top