২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার পৌর কমিটি গঠন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ

আজ রাত ৯টা সময় খোকসা কেন্দ্রীয় গোরস্থান মসজিদের সামনে অবস্থিত বাংলাদেশ ইসলামী আন্দোলন খোকসা শাখার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার পৌর কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে ইসলামী আলোকে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের কল্যাণে নিবেদিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠুন বিশ্বাস।

নবগঠিত পৌর কমিটির সদস্যরা হলেন:

সভাপতি: খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান সোনা

সহ-সভাপতি: মাওলানা মোঃ রওশন জামিল সাহেব

সেক্রেটারি: মোঃ আব্দুল কাদের ইউসূফী

সাংগঠনিক সম্পাদক: মোঃ আক্তার হুসাইন সাহেব

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং ইসলামী আন্দোলনের মূলনীতি অনুসরণ করে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “ইসলামী আন্দোলন একটি শাশ্বত কল্যাণময় আদর্শিক সংগঠন, যার মাধ্যমে সমাজে ন্যায়বিচার, শিক্ষা, সেবা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায়। আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করছি।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং দলীয় অঙ্গসংগঠনের প্রতিনিধি ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যাতে দেশ, জাতি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করা হয়।
পরিশেষে মিষ্টি ও বিস্কুট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top