২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক প্রথম আলো পত্রিকাকে ঈদ শুভেচ্ছার কার্টুনে ‘অপমানজনক’ ছবি প্রকাশের অভিযোগে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তার ফেসবুক পোস্টে তিনি লেখেন—
**“প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবিঃ এ কেমন অদ্ভুত আচরণ?

প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়েছে। পত্রিকাটি এর আগেও মহানবী (সা.)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল সম্পাদক মতিউর রহমান।

মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করেনি। এটি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”**

প্রথম আলোর ওই কার্টুন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। অনেকেই এটি ঈদ ও ধর্মীয় অনুভূতির প্রতি ‘অশোভন’ ব্যঙ্গ হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, এই বিষয়ে প্রথম আলো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top