১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধকতাকেও হার মানাতে পারেনি বিএনপি কর্মী ভোটারদের

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ

দুই পা পঙ্গু। অন্যের সহযোগিতা ছাড়া এক ধাপ চলা যার স্বপ্নের মতো, তার চোখেমুখে আজ হাসি। অন্যের কোলে ভর করে এসেছেন ভোট কেন্দ্রে। ভোট দিতে পেরে চরম খুশি নুর ইসলাম নামের বিএনপির দল পাগল এই কর্মী। আরেক ভোটার ৬৫ বছরের সার্জেন্ট অবসর সিরাজ উদ্দিন মন্ডল। তিনিও পায়ে ব্যান্ডেস ও হাতে ক্রেস নিয়ে এসেছেন ভোট দিতে।

তারেক জিয়ার দল বিএনপির প্রতি ভালোবাসা থেকে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী নুর ইসলাম। একইভাবে দলের টানে ভোট দিতে এসেছেন সিরাজ উদ্দিন মন্ডল।

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির চলছে দ্বি বার্ষিক নির্বাচন। সোমবার ১৪ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এই ভোট।

ভোটাররা দীর্ঘ ১৭ বছর পর উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ১১ টা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৭৩৫ জন। তারা চারটি করে ভোট প্রয়োগ করে একজন করে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুই জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন।

জানতে চাইলে নুর ইসলাম বলেন, আমি দল পাগল একজন কর্মী। ১৭ বছর ভোট দিতে পারিনি। যখন শুনলাম তারেক জিয়ার নির্দেশে উপজেলা বিএনপির নেতা নির্বাচন হবে। তখন থেকে একটা উত্তেজনা কাজ করছিল, কখন ভোট দিতে যাব। আজ ভোট শুরু হলে তারেক জিয়া ও দলের প্রতি ভালোবাসা থেকে অন্যের সহযোগিতায় ভোট দিতে এসেছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব খুশি।

এদিকে পত্নীতলা ধামুরহাট আসনের সাবেক সংসদ সদস্য ও বি এন পি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান বলেন – ফ্যাসিবাদের মুক্তির পর দেশের আপামর জনগন এখন আর নির্বাচন নিয়ে ভয় পায় না। তারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন।

তারই উদাহরণ হলো এই নুর ইসলাম। যারা বিএনপিকে ভালোবাসে যারা তারেক রহমানের আদর্শকে ধারন করে রাজনীতি করে তাদের দাবিয়ে রাখার ক্ষমতা কোন অপশক্তির নাই বলে মন্তব্য করে বিএনপির এই নেতা।

পত্নীতলা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক ও রক্তের ফেরিওয়ালা হিসেবে পরিচিত এ,জেড, মিজান বলেন, আমার রাজনৈতিক জীবনে এরকম উৎসব মুখর পরিবেশে ভোট দেখিনি। আশা করছি বিএনপির ভাোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৩ পর্যন্ত। ভোটাররা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আশা করছি কোন ঝামেলা ছাড়াই নেতৃত্ব নির্বাচন হবে।

উল্লেখ্য, সভাপতি পদে নির্বাচন করছেন মোকছেদুল হক ছিরি +মোটরসাইকেল), নওশেদ আলী বিশ্বাস (চেয়ার) ও আব্দুল সালাম (ছাতা), সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আব্দুল্লাহ আল ফারুক (মোরগ), আবু ইউসুফ (মাছ) ও তোফাজ্জল (হোসেন ঘোড়া) এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন নির্বাচন করছেন। ভোট গননার কারা দিবে নেতৃত্ব সেই অপেক্ষায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

পানিবন্ধের হুমকির জবাবে ‘পাথর ছোড়ার’ হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতের পানিবন্ধের হুমকির কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, “একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।” মঙ্গলবার

Scroll to Top