২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও রাসায়নিক সার বিতরণ

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।

২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১/ ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ ধরনের প্রণোদনা কৃষকদের উফশী আউশ আবাদে উৎসাহ যোগাবে এবং আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।

এছাড়াও প্রধান অতিথি মহোদয় প্রণোদনা প্রাপ্ত কৃষকদের কে আউশ চাষে আরও যন্ত্রশীল হওয়ার পরামর্শ প্রদান করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,কাঠালিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত), উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top