৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৩৯, মোট মৃতের সংখ্যা ৫১ হাজারের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক:

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খালাপার এলাকায় এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলা এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকে লাঞ্ছিত করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি প্রকাশ্যে ওই নারী ফারহিন ও তার সঙ্গী শচীনকে ঘিরে ধরেন। এরপর ফারহিনের হিজাব টেনে খুলে ফেলা হয় এবং উভয়কে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

জানা গেছে, ২০ বছর বয়সী ফারহিন খালাপারের বাসিন্দা ও উৎকর্ষ স্মল ফাইন্যান্স লিমিটেডের কর্মচারী। তিনি ঋণের কিস্তি তুলতে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দরজি ওয়ালি গলিতে ৮-১০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়।

পথচারীদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী দুজনকে থানায় নিরাপদে নিয়ে যায়।

ফারহিনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার রাজু কুমার সাও বলেন, “এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ থেকে আরও অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং নেটিজেনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

Scroll to Top