৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দির বহরপুর উন্মোচন সাংস্কৃতিক সংসদের উদ্দ্যোগে বর্ষবরণের নানা আয়োজনে মুখর

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

” এসো হে বৈশাখ, এসো এসো “। গানের সাথে তাল মিলিয়ে অনুষ্ঠিত হয় ১৪৩২ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠান। সময়ের চক্রে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। যা কেবল দিন- মাস-বছরের হিসাবে নয় বরং বাঙালির জীবনে চক্রের সঙ্গে গভীরভাবে জড়িত। পালা বদলের ধারায় বাংলার নানা প্রান্তে বাংলা নববর্ষ পালিত হয় নানা অনুসঙ্গ ও আবহে। সেসঙ্গে আকাশে বাতাসে ধ্বনিত হয় রবীন্দ্রসুরে ” এসো হে বৈশাখ, এসো এসো “৷

সোমবার (১৪ এপ্রিল) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উচ্চ বিদ্যালয়ের পাশে বহরপুর আখ ক্রয় কেন্দ্র প্রাঙ্গনে উন্মোচন সাংস্কৃতিক সংসদের আয়োজনে নানা ধারায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উচ্চ বিদ্যালয়ের পাশে ফরিদপুর চিনি কলের আখ ক্রয় কেন্দ্রের মাঠে উন্মোচন সাংস্কৃতিক সংসদের আয়োজনে সুরের ধারায় অনুষ্ঠিত বৈশাখী গানের সুরে বর্ষবরণ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন।
ভৈরবী রাগালাপ দিয়ে শুরু হয় নববর্ষের প্রথম পর্ব। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ বার্তা নিয়ে মুখরিত বহরপুরের আখ ক্রয় কেন্দ্র প্রান্তর। প্রতি বছরের মতো এবারও প্রায় ২৫ জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উন্মোচন সাংস্কৃতিক সংসদের পরিবেশনা। স্থাণীয় ও যশোর শিল্পগোষ্ঠীর শিল্পীরা প্রায় ৫০টি গান ও নৃত্যের নতুন আলো, প্রকৃতি ও মানুষের প্রতি ভালবাসা এবং সবার মঙ্গল কামনার আহ্বান ছিল এ অনুষ্ঠানে।

অন্যদিকে নতুন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে বহরপুর আখ ক্রয় কেন্দ্র প্রাঙ্গণ। নববর্ষকে বরণ করতে বহরপুরে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।

অনুষ্ঠানে বহরপুর সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করছেন যশোর ও কুষ্টিয়া থেকে আগত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। তাদের পরিবেশনায় হলো বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও বহুমাত্রিকতা।

উন্মোচন সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও বর্ষবরণ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ আকর্শন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ হারুন, রাজবাড়ী জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি গোলাম শওকত সিরাজ, বিশেষ অতিথি বহরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভৌমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাফর আলী মিয়া, বহরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সাংগঠনিক সম্পাদক ইয়ারুল ইসলাম প্রমুখ।

সকালে বহরপুর সাংস্কৃতিক সংসদের স্বত্বাধিকারী কমলেশের নির্দেশনায় শিল্পীরা এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করে।

অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্বনামধন্য সংগীত শিল্পীগণ বৈশাখী গানসহ নানা ধরনের গান পরিবেশনের মধ্যদিয়ে দর্শনার্থীদের মন জয় করে অনুষ্ঠানটি প্রানবন্ত করে করে তোলেন।

উন্মোচন সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ রেজাউল করিম ও সদস্য সচিব মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাস বলেন, এখন এলাকায় তেমন কোন বিনোদনমুলক অনুষ্ঠান নেই বললেই চলে। এলাকাম মানুষদের মনে আনন্দ বিনোদন দিতেই বাঙালির অতি উৎসাহের দিন পহেলা বৈশাখের দিনে এলাকাবাসীর সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করি। এখানে আমরা সাধারণ মানুষের উৎসাহ দিতে পেরেছি, এটাতেই আমরা ধন্য। সার্বিক সহযোগিতায় ছিলেন বহরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম বিশ্বাস, কুবাদ হোসেন, আবু সালাম, রেজাউল ইসলাম, শামীম আহমেদ, আবুল কালাম, মোঃ রফিকুল ইসলামসহ আরোও অনেকে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নহল চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন জালিয়াতি ও মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে জরিমানা

মোহাম্মদ সাদেকুল ইসলাম,মুরাদনগর প্রতিনিধি আজ মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি মিষ্টির দোকানে ওজন

নলছিটিতে সরকারি জমি দখল করে বাড়ি নির্মান,বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।

সুনামগঞ্জের মধ্যনগরে ইউপি চেয়ারম্যান অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ এনে ৭২ ঘন্টার মধ্যে

এসএসসি পরীক্ষার্থীর হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ

Scroll to Top