৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গুরুদাসপুর শিধুলী বাজারে চাঁদা আদায়ের অভিযোগে মাদ্রাসা কমিটির ৮ জনকে আটকের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসা কিমিটির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসানের (৩২) দায়ের করা ওই মামলায় গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে গতকাল (১৬ এপ্রিল) বুধবার সকালে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করা হয়। গুরুদাসপুর থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওলামা পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীরা গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

স্থানীয় লোকজন ও মাদরাসার শিক্ষকেরা অভিযোগ করে বলেন, উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিধুলী হাটটি খন্ডকালিন হওয়ায় সরকারি পেরিফেরিভুক্ত হয়নি। একারণে কয়েক বছর ধরে হাটের ইজারার টাকা উত্তোলন করে ‘শিধুলী, চলনালী, পোয়ালশুড়া হযরত ওসমান (র.) হাফেজিয়া ও কওমি মাদরাসায়’ জমা দেওয়া হয়। মাদরাসাটিতে ৯০জন আবাসিক শিক্ষার্থীসহ প্রায় দেড়শজন শিক্ষার্থী দ্বিনি শিক্ষা গ্রহন করছে। মাসখানেক আগে বিএনপি নেতা আব্দুল আজিজের লোকজন শিধুলী হাটের টাকা বিএনপির সাথে ভাগবাটোয়ারার প্রস্তাব দেন মাদরাসা কমিটিকে। ওই প্রস্তাবে রাজি না হওয়া বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে মঙ্গলবার সকালে মাদরাসা কমিটিকে হাটের টাকা উত্তোলন না করতে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মাদরাসাটির মহতামিম মো. ফাতিহুল কবীর বলেন, নির্বাহী কর্মকর্তার পরামর্শে তারা হাটের টাকা উত্তোলন বন্ধ করেছিলেন। কিন্তু প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নেতার চাপে মঙ্গলবার বিকেলে মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, হাজী মকবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লিটন হোসেন, রিপন আলী, আলহাজ্ব বদিবর, ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মওদুদ আহম্মেদ মনিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

তারই প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০ টারদিকে ওই মাদরাসা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুল আহাদ, জাতীয় নাগরিক কমিটির নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা হাফেজ ফরিদুল ইসলাম। এসময় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের ছেলে সোহাগ মাহমুদ বলেন, শিধুলী হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সাথে মাদরাসা কমিটির কোনো দ্বন্দ্ব হয়নি। হাটের টাকা উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরে আসায় মাদরাসা কমিটির কয়েকজনকে গ্রেপ্তার করে। মামলার বাদি ছাত্রদলেরর সভাপতি রুবেল তাদের অনুসারী হলেও মামলা দায়েরের বিষয়টি নিয়ে তারা কিছু জানেন না। মূলত মাদরাসা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা হওয়ায় বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে।

মামলার বাদি ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসান মামলা দায়েরের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গুরুদাসপুর থানার অফিসার (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, হাটের টাকা উত্তোলন নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে মৌখিক অভিযোগ দিয়েছিলেন কিছু লোক। পরে যৌথ বাহিনীর অভিযানে ৮জনকে গ্রেপ্তারা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, শিধুলী হাটটি সরকারি পেরিফেরিভুক্ত হয়নি। তবে টাকা উত্তোলনের খবর শুনে তিনি মাদরাসা কমিটি এবং স্থানীয় লোকজনকে নিষেধ করেছিলেন বুধবার সকালে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাতক্ষীরার তালায় স্থানীয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। তালা থানা পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে

দেশের বাজারে অচিরেই সাতক্ষীরায় গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম মিলবে

শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের

ডিমলায় পূর্বশত্রুতা জেরে নিরীহ স্কুল শিক্ষকের দেড় একর জমির ভুট্টা গাছ থেকে লুট করলো দুর্বৃত্তরা

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামসরীর ডিমলায় পূর্ব শত্রুতার জেরে নিরীহ স্কুল শিক্ষক আকমল হোসেন লিটুর সাড়ে তিন বিঘা জমির অপরিপক্ক ভুট্টা সন্ত্রাসী কায়দায় লুট

মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের

Scroll to Top