১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

তদন্তের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ বাকৃবি ছাত্রদল

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির তদন্তের দীর্ঘসূত্রতায় এবং প্রশাসনের নীরব অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল, ইসমাইল হোসেন হৃদয়সহ বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী।

আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “আমরা আজ একটাই দাবি নিয়ে একত্রিত হয়েছি—ছাত্রলীগের সন্ত্রাসের বিচার চাই। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের আলো ছড়ানোর কথা, সেখানে ছাত্রলীগ তা সন্ত্রাস ও নির্যাতনের ঘাঁটিতে পরিণত করেছে। বছরের পর বছর সাধারণ শিক্ষার্থী ও ভিন্নমতের ছাত্রদের ওপর চালিয়েছে নির্মম নির্যাতন।”

তিনি আরও বলেন, “তদন্ত কমিটির অগ্রগতি এত ধীর কেন? প্রশাসন কেন নিশ্চুপ? বিচার দেরির মাধ্যমে কি তারা অপরাধীদের রক্ষা করছে? নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারহীনতার সংস্কৃতিতে আটকে গেছে?”

আতিক আরও জানান, “আমাদের দাবিগুলো পরিষ্কার—সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা শিক্ষাঙ্গনে সহিংসতা চালিয়েছে, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। আমরা মেধাবী শিক্ষার্থী সাদের হত্যাকাণ্ডের দ্রুত বিচারও চাই।”

উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ওপর চলমান জুলুম ও নিপীড়নের অভিযোগ যাচাইয়ে এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি এম মুজিবর রহমানকে সভাপতি ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে ২৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৯ অক্টোবর সরেজমিন এবং ১০ অক্টোবর থেকে অনলাইনে অভিযোগ গ্রহণ শুরু করে, যা চলে ১৬ নভেম্বর পর্যন্ত।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির ঝুঁকিপূর্ণ অবকাশ ভবনের দেয়ালে ধস; আহত ০১

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন জবির প্রধান

গলায় ফাঁস দিয়ে আরেক জবি শিক্ষার্থীর আত্নহত্যা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবারো এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।ঐ শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪-১২মে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ মে থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে

সিকৃবি ক্যাফেটেরিয়ার খাবার গুনে কম দামে বেশি

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের উচ্চমূল্য এবং মান নিয়ে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। প্রতিদিনের খাবারের জন্য অতিরিক্ত টাকা গুনতে

Scroll to Top