১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

 

নিজস্ব প্রতিবেদক:

এক প্রতিবেশীকে খুশি রাখতে আরেক প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া কোনো স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। বৃহস্পতিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এখন থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে শুধুই ‘বাংলাদেশপন্থি’, যা দেশের স্বার্থে পরিচালিত হবে।

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সফরের সময় অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। এর মধ্যে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি এবং ৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতিপূরণ।

আজাদ মজুমদার তাঁর পোস্টে বলেন, “আমরা একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম— বাংলাদেশ কি তার পররাষ্ট্রনীতিকে পাকিস্তানপন্থি করে তুলছে? আমাদের জবাব ছিল স্পষ্ট— এখন থেকে এটি হবে কেবল বাংলাদেশের স্বার্থে পরিচালিত একটি বাংলাদেশপন্থি নীতি।”

তিনি আরও বলেন, সফরের সময় আমনা বালুচকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের গণহত্যা, অর্থনৈতিক দাবিদাওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশের দাবি অনুযায়ী, ১৯৭৪ সাল পর্যন্ত পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ মূলধন সৃষ্টি, বিদেশি ঋণ পরিশোধ এবং আর্থিক সম্পদের অংশ। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের অনুদান হিসেবে বাংলাদেশে পাঠানো প্রায় ২০০ মিলিয়ন ডলারও পাকিস্তানের কাছে আটকে আছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করা প্রায় ৩.২৫ লাখ আটকে পড়া পাকিস্তানির প্রত্যাবাসনের বিষয়টিও আলোচনায় আসে।

এই উদ্যোগকে দেশের স্বার্থরক্ষায় অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে। স্বাধীনতাপন্থি পররাষ্ট্রনীতির মাধ্যমে অতীতের ভুলগুলো থেকে বেরিয়ে এসে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দেশের দাবি আদায়ে কূটনৈতিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top