১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাবিতে সিট: ভুলক্রমে জবিতে এসে পরীক্ষা দিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের “এ” ইউনিট ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সিট পড়ে পরীক্ষার্থী মুতারসিন আলীর। কিন্তু ভুলক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শনিবার(১৯ এপ্রিল) রাবির “এ” ইউনিট ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষার্থী মুতারসিন আলী (রোল নম্বর: ৫৭২৩২৯৭) ঢাবির পরিবর্তে ভুলক্রমে জবির কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট পর এসে উপস্থিত হন।

পরবর্তীতে বিএনসিসির কয়েকজন ক্যাডেট তাকে রেজিস্ট্রার দপ্তরে নিয়ে যান। রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা জানান, “পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট পরে হলেও মানবিক বিবেচনায় মুতারসিনকে বাংলা বিভাগের ৩১৩ নম্বর কক্ষে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তার আলাদাভাবে উপস্থিতি নেওয়া হয়েছে এবং উত্তরপত্র আলাদাভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ভর্তি পরীক্ষার্থী মুতারসীন জানান, “আমি ঢাবিতে সিট পেয়েছিলাম, কিন্তু ভুলবশত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসি। বিএনসিসির ক্যাডেটরা আমাকে রেজিস্ট্রার অফিসে নিয়ে যায় এবং সেখান থেকে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমি ভালো পরীক্ষা দিয়েছি। আশা করি কর্তৃপক্ষ আমার এই মানবিক ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top