৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

‘অবৈধভাবে এক টাকাও নিলে রাজনীতি ছেড়ে দেব’ — চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক:

কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

এই পোস্টে তিনি দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের কড়া সমালোচনা করেন। প্রতিবেদনটির শুরুর দিকে বলা হয়েছিল, “হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন”। এ নিয়ে হাসনাত লিখেছেন, “প্রথম আলোর সেই সাংবাদিককে আমি অনুরোধ করছি— আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কতটা বিলাসী জীবনযাপন করি।”

প্রসঙ্গত, প্রথম আলো অনলাইনে প্রকাশিত “এনসিপির সাধারণ সভা: নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা” শীর্ষক প্রতিবেদনের শুরুর দিকে হাসনাতের জীবনযাপন নিয়ে কিছু প্রশ্ন তোলার কথা উল্লেখ ছিল, যা পরবর্তীতে সংশোধন করে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনের শেষাংশে সংযুক্ত করা এক সংশোধনীতে বলা হয়, “প্রতিবেদনটির প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে এবং ভেতরের অংশবিশেষ সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। প্রকাশের পরে আরও কিছু তথ্য জানার ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে।”

হাসনাত দাবি করেন, সংশ্লিষ্ট বৈঠকে তার জীবনযাপন নিয়ে কোনো প্রশ্নই তোলা হয়নি। তার ভাষায়, “ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি, এমনকি এ বিষয়ে কোনো কথাও হয়নি।”

প্রতিবেদনটিকে “তথ্যসন্ত্রাস” হিসেবে আখ্যায়িত করে হাসনাত বলেন, “’র’-এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার মাত্র দুই দিন পর আমাকে নিয়ে এমন তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না।” তিনি আরও বলেন, “আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

প্রথম আলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে এখনও ভুলের জগতে আছেন। প্রথম আলো বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে আসছে। যারা ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই বারবার আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি এখন সেই তালিকার সর্বশেষ সংযোজন।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভোট দিন আর না দিন, জনগণের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আহসান হাবিব মিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির। চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।

রাউজানে আইনশৃঙ্খলার অবনতি : বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে শোকজ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব সম্প্রতি সহিংস রূপ

Scroll to Top