৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মনোহরদীর দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ গ্রুপে গণসংযোগ অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির (১১ এপ্রিল – ২৫ এপ্রিল) অংশ হিসেবে মঙ্গলবার (২২এপ্রিল) জামায়াতের দাওয়াত, পরিচিতি ও সহযোগী সদস্য ফরম পূরণ করানোর লক্ষ্যে ২ভাগে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মো: সানাউল্লাহ’র নেতৃত্বে ৬নং ওয়ার্ড ও
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোতালিব হোসেন বরকতীর নেতৃত্বে ৯নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে আরো উপস্থিত স্থানীয় জামাতের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

৬নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগে মাওলানা সানাউল্লাহ বলেন: “ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য দরকার আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব। আমরা সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণের পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গড়তে হলে ইসলামী আদর্শকেই ভিত্তি করতে হবে। জামায়াত সেই লক্ষ্যে কাজ করছে।”

অন্যদিকে ৯নং ওয়ার্ডে মাওলানা মোতালিব হোসেন বরকতী বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন নেতৃত্ব হবে ঈমানদার, বিশ্বস্ত এবং জনকল্যাণে নিবেদিত।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ইসলামী সমাজব্যবস্থাই এদেশের শান্তি ও স্থিতিশীলতার গ্যারান্টি।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভোট দিন আর না দিন, জনগণের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আহসান হাবিব মিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির। চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।

রাউজানে আইনশৃঙ্খলার অবনতি : বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে শোকজ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব সম্প্রতি সহিংস রূপ

৩ মে মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি পীর সাহেব নানুপুরীর আহ্বান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বিশিষ্ট আলেমেদীন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ সালাহউদ্দিন পীরসাহেব

Scroll to Top