৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গুরুদাসপুরে গরুবাহী নসিমনের সাথে মুখোমুখী সংঘর্ষে পাঠাও চালকের মর্মান্তিক মৃত্যু

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নং ব্রিজ এলাকায় আজ (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় গরুবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ মাসুদ আহাম্মেদ (৪৫) নামে এক পাঠাও বাইকচালক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে লালপুরের উদ্দেশ্যে রওনা হওয়া বাইক আরোহী মাসুদের সাথে গরুবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় নসিমনের সামনের অংশে থাকা রড তার বুক ভেদ করে চলে যায়।
নিহত মোঃ মাসুদ আহাম্মেদ ঢাকার লালবাগ থানাধীন হোসেন উদ্দিন খান ২য় লেনের ৪৭/১ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা। তার পিতার নাম সামিউল আলম। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন এবং পাঠাও-এর মাধ্যমে বাইক রাইড শেয়ার করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ব্যক্তিগত কাজে শ্বশুরবাড়ি কলসনগর, লালপুরে যাচ্ছিলেন। তার শ্বশুরের নাম ওমর হাজী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদ নিজ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নাটোরের দিকে আসছিলেন। পথে কাছিকাটা ব্রিজের পূর্ব পাশে বিপরীতমুখী গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গুরুদাসপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়।

পরবর্তিতে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বজ্রপাত-বৃষ্টির অপেক্ষায় হালদা, শেষ মুহূর্তের ডিম সংগ্রহের প্রস্তুতি

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি দক্ষিণ এশিয়ার অন্যতম মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। মেজরকার্প জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) প্রাকৃতিক প্রজননের জন্য

চন্দনাইশে শিক্ষকের নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর বাগিছাহাট এলাকায় কদম রসুল হিফজুল কুরআন মডেল মাদ্রাসার এক শিক্ষার্থী শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত হয়েছে। গতকাল (৬

মনোহরদীতে বালুর সাম্রাজ্য ধ্বংস! জব্দ ৫ লাখ ঘনফুট অবৈধ বালু

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) বিকেলে

বরের কিডনী নষ্ট শোনে গৃহবধুর বিদায়, ছেলেকে বাচাঁতে মায়ের আকুতি

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক দরিদ্র মায়ের সন্তান রাজুর দুটো কিডনীই প্রায় অকেঁজো হয়ে গেছে। তবে একটি কিডনী হলেও বাচঁতে পারে

Scroll to Top