৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাত্রশিবির দেশে সৎ,দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছে, কেন্দ্রীয় কমিটির শিবীর সভাপতি জাহিদুল ইসলাম

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করছে। ছাত্রশিবিরের যত কার্যক্রম আমরা মূলত সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে আমাদের সকল অনুষ্ঠানের আয়োজন গুলোকে ডিজাইন করে থাকি। আমরা এমনই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’দেশে কোন ভেদাভেদ থাকবে না। বাংলাদেশ হবে সবাইরে।সবাই তার নাগরিক অধিকারের সুবিধাটুকু পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এগুলো নিয়ে কোন ভেদাভেদ থাকবে না। সকলের আদর্শ আলাদা থাকবে। কিন্তু আদর্শের নামে কেউ যেন তার উপর অন্য আদর্শ চাপিয়ে দেয়ার মানসিকতা, ফ্যাসিবাদের মানসিকতা না রাখে। এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।’ বুধবার (২৩ এপ্রিল) ১১টায় নীলফামারী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত “সেরা হওয়ার জন্য এক নিরলস অভিযান” নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন,‘ আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের জন্য ডাকসু এবং রাকসুতে একটা রোডম্যাপ দিয়েছেন ওনারা। আমরা প্রত্যাশা করব যে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মেডিকেল কলেজ সব জায়গায় ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। ছাত্র শিবির ছাত্রসংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। আশা করছি কলেজ সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশে ভালো একটা দ্বার উন্মোচিত হবে।’

‘ক্যাম্পাস গুলো ফ্যাসিবাদ মুক্ত হয়েছে’ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন,‘ জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। বিগত সময়ের যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। এখন ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশ বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমরা চাই যে, সমাজের প্রত্যেকটি রন্ধে রন্ধে থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিতারিত হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে সবার বাংলাদেশ হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দাওয়াহ সম্পাদক মেজবাহুল করিম, নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান বক্তৃতা দেন। এসময় কেন্দ্রীয় সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহন করা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভোট দিন আর না দিন, জনগণের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আহসান হাবিব মিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির। চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।

রাউজানে আইনশৃঙ্খলার অবনতি : বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে শোকজ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব সম্প্রতি সহিংস রূপ

৩ মে মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি পীর সাহেব নানুপুরীর আহ্বান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বিশিষ্ট আলেমেদীন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ সালাহউদ্দিন পীরসাহেব

Scroll to Top