২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বান্দরবান সেনা জোনের অনন্য উদ্যোগ

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ও জনসাধারণকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রতি একটি বিস্তৃত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। “পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে”—এই মূল স্লোগানকে ধারণ করে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সাথে একত্রে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় কানা পাড়া গোল্ডেন টেম্পল মন্দির হতে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকাগুলো ময়লা-আবর্জনামুক্ত করা হয়। এছাড়াও বাজার এলাকা, বিদ্যালয় প্রাঙ্গণ ও পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচারণায় পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, উপ-অধিনায়ক, বান্দরবান সেনা জোন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“পরিচ্ছন্নতা শুধু একজনের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ স্থান পরিচ্ছন্ন রাখা। আমাদের আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। বান্দরবান সেনা জোন সবসময় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে ছিল, আছে এবং থাকবে।”

এই মহতী উদ্যোগে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলে মিলে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করেন, যা এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

“পরিচ্ছন্ন শহর, সচেতন জনগণ—এই হোক আমাদের অঙ্গীকার।”

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জনতার পুলিশ হওয়া জরুরী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি ‘রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে ওঠে, তখন পুলিশকে জনতার পুলিশ হতে দেয় না’, এমন মন্তব্য করে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনতার

আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। শহীদ আবু সাঈদ

হৃদয় বিদারক ট্র্যাজেডি, দাদী এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, মোবাইল কেড়ে নেওয়ায় অভিমান করে আত্মহত্যা করল ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহসান!

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ অদ্য ০১ মে ২০২৫ এক বুক কান্না নিয়ে বারবার একই কথা বলছিলেন তাহসানের দাদী “ও তো আমাকে কিছু বলেনি,

দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস পালিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে

Scroll to Top