২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং পটিয়া উপজেলার কৃতিসন্তান জমির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রথম শ্রেণির ঠিকাদার ও ফটিকছড়ির কৃতিসন্তান বিএনপি নেতা মোহাম্মদ এমরান অভিযোগ করেন, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার আসিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের একটি সুইচগেট নির্মাণ প্রকল্পে কাজ চলাকালীন সময় জমির উদ্দিন চৌধুরী এবং তার সহযোগী মুনিনুল হক ও মোঃ সরোয়ার প্রকল্প ইনচার্জের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

মোহাম্মদ এমরানের দাবি অনুযায়ী, এর আগে কাজ চলাকালে একই প্রকল্পের ম্যানেজারের কাছ থেকে হুমকি-ধমকি দিয়ে চার দফায় মোট ৩ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়। এমনকি, ১২ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ না হতেই পুনরায় প্রকল্প চালু রেখে শ্রমিকদের মারধর করে প্রায় ২১ লাখ ৮৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে।

এছাড়া, প্রকল্প এলাকা থেকে কর্মরত লোকজন বের করে দিয়ে জমির উদ্দিন চৌধুরীর অনুসারীরা বেআইনিভাবে পুরো প্রকল্পের দখল নিয়ে রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ এমরান পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে অবহিত করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top