২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার: ৫৯ বিজিবির চৌকস অভিযানে ককটেল ও পেট্রোল বোমা জব্দ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বিজিবির সদস্যরা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৫) সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চকপাড়া বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, যা সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বিজিবির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আজ রাত ৮টায় মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে সাংবাদিকদের সামনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয়দের মাঝে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের ঘটনায় উদ্বেগ দেখা দিলেও বিজিবির এ দ্রুত ও সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top